"নাফ নদী এলাকা থেকে দুই বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি"

 


কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী নাফ নদী থেকে দুই বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বুধবার দুপুরের দিকে বগার দ্বীপ এলাকার কাছে এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন হোয়াইক্যংয়ের বালুখালী এলাকার আবদুল হাকিমের ছেলে বাদশা আলম (৪৫) ও একই এলাকার রশিদ আহমদের ছেলে আবুল কালাম (৪০)। তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা।

তিনি জানান, বুধবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে ওই দুই জেলে নৌকা নিয়ে নাফ নদীতে যান। দুপুরের দিকে মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাঁদের জিম্মি করে নৌকাসহ ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাহাফুজুর রহমান বলেন, “প্রায়ই নাফ নদী থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আরাকান আর্মির কারণে এখন জেলেরা ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছেন।”

ওই সীমান্তে দায়িত্বে থাকা উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ওই এলাকায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করেই নদীতে গিয়েছিলেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিজিবি বিষয়টি নিয়ে কাজ করছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।”


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post