ডিএমপির সাবেক উপকমিশনার তানভীর সাময়িক বরখাস্ত হয়েছেন।

 


রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার মো. তানভীর সালেহীন ইমনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, তানভীরের বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার নিউমার্কেট থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তিনি গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী ওই দিন থেকেই বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।


0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post